
স্টাফ রিপোর্টার : বান্দরবানে ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ইকবাল হোসেন (২৪) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইকবাল হোসেন রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (২০১৯ সিরিজ) শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এক শোক বার্তায় উপাচার্য জানান, রুয়েটের মেধাবী শিক্ষার্থী ইকবাল হোসেনের অকাল মৃত্যুতে পুরো রুয়েট পরিবার শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মহান রাব্বুল আলামীন যেনো মরহুমের পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন। প্রসঙ্গত, ইকবাল হোসেন বান্দরবানে ভ্রমণে গিয়ে গত শুক্রবার বিকাল আনুমানিক ৪ টার দিকে নাফাখুম জলপ্রপাতে পা পিছলে পড়ে যায়। এর পর থেকে...
Developed by BDITHOST