অনলাইন ডেস্ক : ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন আশ্বাসই দিয়েছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত। নয়াদিল্লি বরং দাবি করেছে, ট্রাম্প ও মোদির মধ্যে এ বিষয়ে কোনও ফোনালাপই হয়নি। শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্প্রতি টেলিফোনে কথা বলা এবং ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে বলে তাকে আশ্বস্ত করেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে ভারত বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মোদি ও ট্রাম্পের মধ্যে এ ধরনের কোনও ফোনালাপই হয়নি। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জ্বালানি ইস্যুতে যুক্তরাষ্ট্রের...
Developed by BDITHOST