নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৬:১২। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রেলকে সাজানো হবে পরিকল্পিতভাবে : শেখ মইনউদ্দিন

জুলাই ২৬, ২০২৫ ৮:১৮
Link Copied!

নাটোর প্রতিনিধি : রেল ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন জানিয়েছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রেলপথগুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার। লাভ-লোকসান, যাত্রী ও পণ্য পরিবহন সব দিক বিবেচনায় এনে ডিসেম্বরের মধ্যেই একটি সমন্বিত গবেষণা শেষ হবে। তার ওপর ভিত্তি করেই রেলপথকে সাজানো হবে পরিকল্পিতভাবে।

আরও পড়ুনঃ  নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাটোর রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, যে রুটগুলো বছরের পর বছর লোকসানে চলছে, সেগুলো বিশ্লেষণ করে প্রয়োজনে সেগুলো তুলে প্রয়োজনীয় স্থানে লাইন স্থাপন করা হবে। সড়কপথের সঙ্গে সমন্বয় করে রেলকে একটি ব্যবসাবান্ধব পণ্য পরিবহন মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে। এতে জেলাভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে।

আরও পড়ুনঃ  আইন ভাঙলে বাতিল হবে ভিসা, কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

শেখ মইনউদ্দিন বলেন, শুধু যাত্রী পরিবহন নয়, আমরা পণ্য পরিবহনের ক্ষেত্রেও রেলকে একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দেশের ট্রান্সপোর্ট নেটওয়ার্কে রেলকে কেন্দ্র করে একটি নতুন কাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বছরের শেষ নাগাদ গবেষণা শেষে নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের পথে যাওয়া যাবে।

আরও পড়ুনঃ  বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

পরিদর্শনকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলের কমার্শিয়াল ম্যানেজার সজিত কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।