
অনলাইন ডেস্ক : দেড়শ বছরের পুরোনো রংপুর বিভাগীয় রেল স্টেশনটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। রেলযাত্রায় বাড়েনি ট্রেনের সংখ্যা, এ কারণে কমেনি দীর্ঘদিনের দুর্ভোগ। আর এ জেলার মানুষের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ। ঢাকাগামী দুইটি মাত্র ট্রেনে যাত্রী চাহিদার ২০ ভাগ টিকিটও দিতে পারছে না রেল কর্তৃপক্ষ। অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই টিকিট পেতে হয় যুদ্ধ করে। জানা যায়, রংপুর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন রংপুর এক্সপ্রেস। এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রাবিরতি দেয় রংপুরে। প্রতিদিন রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস গড়ে সাড়ে ৬শ যাত্রী বহন করে। কুড়িগ্রাম এক্সপ্রেসে রংপুরের জন্য আসন সংখ্যা বরাদ্দ মাত্র ১৫৪টি। আর রংপুর এক্সপ্রেসে বরাদ্দ ১৯৯টি। কিন্তু এ ট্রেন দুইটিতে দৈনিক চাহিদা অনুযায়ী টিকিট পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। যাত্রীরা বলছেন, চাহিদার ২০ ভাগ টিকিট দিতে পারছে...
Developed by BDITHOST