নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:০৯। ২৪ অক্টোবর, ২০২৫।

রেস্তোরাঁ চালিয়ে কোটি টাকা আয়, তবুও জরিমানা দিতে পারছেন না শিল্পা!

অক্টোবর ২৩, ২০২৫ ১০:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা বর্তমানে ৬০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত। আদালতের নির্দেশে তাদের বিদেশ ভ্রমণও স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় এসেছে দম্পতির রেস্তোরাঁ ব্যবসা।

সম্প্রতি লেখিকা শোভা দে সামাজিক মাধ্যমে শিল্পার মুম্বাইয়ের তাদের ‘বাস্তিয়ান’ নামের সেই রেস্তোরাঁয় এক রাতের আয় নিয়ে মন্তব্য করেন। জানান, প্রায় ২১ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত রেস্তোরাঁটিতে প্রতি রাতে প্রায় ১,৪০০ অতিথি আসেন। একসঙ্গে ৭০০ জন বসতে পারেন সেখানে। দামি গাড়িতে আগত অতিথিরা খাবার ও পানীয়তে লাখ লাখ রুপি খরচ করেন, যার ফলে এক রাতেই রেস্তোরাঁটির আয় দাঁড়ায় ২ থেকে ৩ কোটি রুপির মতো।

এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, যেই রেস্তোরাঁয় এক রাতেই কোটি টাকার আয় হয়, সেই শিল্পা-রাজ দম্পতি আদালতের জরিমানা পরিশোধে অপারগ কেন?

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে শিল্পা ও রাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার শুনানিতে মুম্বাই হাইকোর্ট দম্পতিকে তিরস্কার করে জানায়, জরিমানার টাকা পরিশোধ করলেই তাদের বিদেশ ভ্রমণের অনুমতি মিলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।