নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৪:১১। ১০ ডিসেম্বর, ২০২৫।

রোনালদোর যে রেকর্ড ভাঙতে যাচ্ছেন এমবাপে

ডিসেম্বর ৭, ২০২৫ ৬:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার তীব্র আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিলিয়ান এমবাপের। এবার শৈশবের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙার অপেক্ষায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের। জাবি আলোনসো তো বলেই দিলেন, রিয়ালে ইতিহাস গড়ার পথে এমবাপে।

একপঞ্জিকা বর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো রোনালদোর দখলে। ২০১৩ সালে ৫৯ গোল করেছিলেন তিনি। ১২ বছর পর সেই রেকর্ড হাতছাড়া করতে পারেন পর্তুগিজ তারকা। আর মাত্র চারটি গোল করলে তাকে ছুঁয়ে ফেলবেন এমবাপে (৫৫)। এই বছর রিয়াল আরও চার ম্যাচ খেলবে, রবিবার বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো।

আরও পড়ুনঃ  জলপাই বাগানে কী করছেন বুবলী?

আলোনসো বলেছেন, ‘কিলিয়ান রিয়াল মাদ্রিদে ইতিহাস তৈরি করার পথে, ঠিক ক্রিশ্চিয়ানোর মতো। তার আকাঙ্ক্ষা ও গোলসংখ্যাই তাকে সেই জায়গায় নিচ্ছে। তার সঙ্গে প্রতিদিন কাজ করা দারুণ। অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আছে তার। এখানেই (ক্রিশ্চিয়ানোর সঙ্গে) আমি মিল দেখি।’

আরও পড়ুনঃ  ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

এমবাপে নাকি সাবেক সতীর্থ রোনালদো- বাছাই করতে বললে কাকে নেবেন, এই প্রশ্নে আলোনসো বললেন, ‘ক্রিশ্চিয়ানো ক্রিশ্চিয়ানোর মতো, কিলিয়ান কিলিয়ানের মতো। তারা দুজনেই ব্যতিক্রম। কিলিয়ানকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।’

গত মৌসুমে ৩১ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু ও লা লিগার সর্বোচ্চ স্কোরারের পুরস্কার জেতেন এমবাপে। বর্তমানে দারুণ ফর্মে তিনি। চলতি মৌসুমে ১৫ ম্যাচে গোল করেছেন ১৬টি। আর পাঁচ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোল ৯টি।

আরও পড়ুনঃ  কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর

এমবাপে স্বীকার করেছিলেন, শৈশবে তার ঘরের দেয়ালে ছিল রোনালদোর পোস্টার। এবার তার ঘাড়েই নিশ্বাস ফেলছেন তিনি। আইডলের রেকর্ড ভাঙতে সেল্টার পর ১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির মুখোমুখি হবেন এমবাপে। তারপর বছরের শেষ দুটি ম্যাচ আলাভেস ও সেভিয়ার বিপক্ষে।

রোনালদো রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন। এমবাপে ২০২৪ সালে পিএসজি থেকে যোগ দিয়ে ৭৯ ম্যাচে করেছেন ৬৯ গোল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।