নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ২:০২। ১৫ অক্টোবর, ২০২৫।

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে ব্রাজিলকে হারিয়ে জাপানের ইতিহাস

অক্টোবর ১৪, ২০২৫ ১০:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : দিন দুয়েক আগে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল ব্রাজিল। প্রতিপক্ষকে ৫ গোলে বিধ্বস্ত করার পর জাপানের বিপক্ষেও দারুণ শুরু পায় সেলেসাওরা। প্রথমার্ধেই এগিয়ে যায় দুই গোলে।

তবে বিরতির পর ছন্দ ধরে রাখতে পারল না কার্লো আনচেলত্তির দল। ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় পেল জাপান।

আজ (মঙ্গলবার) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রীতি ম্যাচটিতে ৩-২ গোলে জিতেছে স্বাগতিকরা। জাপানের বিপক্ষে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল ব্রাজিল।

ব্রাজিলের পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল জাপান। এরপর ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। জাপানের হয়ে গোল তিনটি করেছেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ব্রাজিল।

আরও পড়ুনঃ  রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচের মিশনে আছে দলগুলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে। জাপানের বিপক্ষে শুরুর একাদশে হয়তো কিছুটা বাজিয়ে দেখতে চেয়েছিলেন হেড কোচ কার্লো আনচেলত্তি। পরিচিতদের মধ্যে শুধু ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারেইস ও ক্যাসেমিরোকে নিয়ে দল সাজায় সেলেসাওরা।

আরও পড়ুনঃ  ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

খানিকটা অচেনা একাদশ নিয়ে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। জাপানের গতি আর হাই প্রেসিংয়ে বারবার পরাস্ত হচ্ছিল ব্রাজিলিয়ানরা। একের পর এক আক্রমণে গোলের সম্ভাবনা জাগাচ্ছিল জাপান। তবে শুরুর ঝড় সামলে প্রতি আক্রমণ চালাতে থাকে ব্রাজিলও। ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাওলো হেনরিকে। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। মিনিট ছয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। লুকাস প্যাকেতার পাস থেকে গোল করেন এই আর্সেনাল ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার 

মাঝবিরতির পর মোমেন্টাম ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৫২তম মিনিটে প্রথম গোল হজম করে সফরকারীরা। তাকুমি মিনামিনোর গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। জাপানিদের হাই প্রেসিংয়ে ডি-বক্সে পিছলে পড়ে বল হারান ফাব্রিসিও ব্রুনো। বল কেড়ে নিয়ে জালকে নিশানা বানালেন মিনামিনো।

প্রথম গোল হজমের পর মার্তিনেল্লি, ভিনিসিয়ুস ও ব্রুনোকে তুলে যথাক্রমে রদ্রিগো, ম্যাথিয়াস কুনিয়া ও জোয়েলিন্টনকে নামিয়েছিলেন আনচেলত্তি। যদিও কাজের কাজ কিছুই হয়নি। জাপানের দুরন্ত গতির ফুটবলের সামনে ব্রাজিল যেন খাবি খাচ্ছিল। রক্ষণভাগেও চাপ বাড়ছিল। যার খেসারত দিতে হয়েছে পরপর আরও দুই গোল হজম করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।