নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:৩৫। ১০ নভেম্বর, ২০২৫।

র‌্যাবের অভিযানে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার

আগস্ট ২, ২০২৩ ৩:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গাঁজা গাছের চাষ করার অপরাধে মুনজুরা খাতুন (৩৩) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এই নারী চারঘাট উপজেলার বার্মনদহ এলাকার মারুফ হোসেনের স্ত্রী। বুধবার সকালে ওই নারীকে চারঘাট থানায় গাঁজা গাছসহ হস্তান্তর করা হয়েছে। দুপুরে র‌্যাব-৫ এর এ্যাডজুটেন্ট সিনিয়র এএসপি তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুনজুরা বসত বাড়ির সামনে ১২ ফুট উচ্চতা বিশিষ্ট প্রায় ২০ কেজি ওজনের একটি সতেজ গাঁজার গাছ চাষ করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাবাসাবাদে সে একজন গাঁজা ব্যাবসায়ী বলে স্বীকারও করেন। তারপর তাকে সকালে গাছসহ চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।