
স্টাফ রিপোর্টার: র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে। এ সময় এক চোরাকারবারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ফারুক মিয়া (৩৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি মধ্যপাড়া গ্রামে তার বাড়ি। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্ত সংলগ্ন এই গ্রামে ফারুকের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই হেরোইন ফারুকের বাড়ি থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার একটি মাদক চোরাচালান চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিবেশী দেশ থেকে হেরোইন চোরাচালান করে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছিল। মাদকের সন্ধানে র্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের...
Developed by BDITHOST