নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:০৭। ২৩ নভেম্বর, ২০২৫।

র‍্যাবের অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নভেম্বর ২২, ২০২৫ ৪:৩৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বসতবাড়ির ভেতর খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়ের সময় ১৬৫ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ২নং গোয়ালবাড়ী ইউনিয়নের সুরানপুর (কচিপাইকড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ ময়না (৪০) ও তার স্বামী মোঃ রবিউল ইসলাম (৪২)। উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার সুরানপুর কচিপাইকড় গ্রামে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-৫ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুরানপুর (কচিপাইকড়) গ্রামের একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। সংবাদ পাওয়ার পর র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বসতবাড়ির দক্ষিণ দুয়ারী ঘর থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ১৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদে অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।