
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আটকের পর র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা বিদ্যমান আইনের লঙ্ঘন। তাঁকে শুধু মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্যায়ভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সুলতানার এমন অস্বাভাবিক মৃত্যুর জন্য র্যাব দায়ী। এভাবে একজন নারীকে আটক করে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে র্যাব। বাসদ নওগাঁ জেলা কমিটির সমন্বয়ক জয়নাল আবেদিনের (মুকুল) সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাসদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা আলতাফুল হক চৌধুরী (আরব), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি কালিপদ...
Developed by BDITHOST