
অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। মময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনায় দগ্ধ একজন ইতোমধ্যে মারাও গেছেন। বুধবার (১২ নভেম্বর) ঢাকার ধোলাইপাড়, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরেও ৩টি বাসে আগুনের ঘটনায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সড়কে মানুষ ও যানবাহনের চলাফেরা তুলনামুলক অনেক কম দেখা গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে তার নেপথ্যে রয়েছে আওয়ামী লীগ। মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে...
Developed by BDITHOST