
স্টাফ রিপোর্টার: নিয়মবর্হিভুত ও ইসলামী বিধিবিধান লঙ্ঘন করে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর চৌরঙ্গী জামে মসজিদ নির্মাণ করার অভিযোগ উঠেছে। একই সাথে এই মসজিদের বর্তমান কমিটির সদস্যদের বিরুদ্ধে দোকানঘর বরাদ্দের নামে লাখ লাখ টাকা হারিয়ে নেয়া, মসজিদের টাকা নয়ছয়, হিসাব প্রকাশ না করাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে। এমনকি আরডিএ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে এ মসজিদটি। শনিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন লক্ষীপুর চৌরঙ্গী জামে মসজিদের সাধারণ মুসল্লিরা। লিখিত বক্তেব্যে এ মসজিদের সাধারণ মুসল্লি আমিনুর রহমান অভিযোগ করে বলেন, রাজশাহী নগরীর লক্ষীপুর চন্ডীপুর মৌজার কাজীহাটা মহল্লায় অবস্থিত পপুলার ডায়াগনিষ্টক সেন্টারের নতুন ভবন নিমার্ণের সময় ভারি পাইলিং এর কারণে পাঁচতলা বিশিষ্ট পুরাতন চৌরঙ্গী জামে মসজিদের বিভিন্ন অংশে ফাটল ধরে। এতে মসজিদের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।...
Developed by BDITHOST