
অনলাইন ডেস্ক : ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত ও চার্জশিট দাখিলকৃত মামলা পুনরুজ্জীবিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ৩০/৪০ বছর পরে মিথ্যে মামলা করে যদি মিথ্যে ফাঁসি দেওয়া যায়, তাহলে খুনি হাসিনাসহ ইনু-মেননের ১৪ দলের ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনার জন্য সরকারের আইন মন্ত্রণালয়কে মামলা পুনরুজ্জীবিত করতে হবে। তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে, তবুও ২০০৬ সালের লগি বৈঠার তাণ্ডবের বিচার হোক। আজ (মঙ্গলবার) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলোত্তর এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে...
Developed by BDITHOST