
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪.০০ টায় রাজশাহী নগরীর গণক পাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ২৮ অক্টোবর পল্টন হত্যাকান্ড নিয়ে তথ্য চিত্র ও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম দিন ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়ে লগি-বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করেছিল ছয় নেতাকর্মীকে। বক্তারা বলেন, আওয়ামী নরপিসাচরা সেইদিন পল্টন মসজিদের গলিতে লগি-বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করেছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিবিএ অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র হোসাইন মুহাম্মদ...
Developed by BDITHOST