
অনলাইন ডেস্ক : একদিকে শীতের আগমনী বার্তা, অন্যদিকে ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথ। আর সেখানেই দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের। বেশ কিছুদিন ধরেই অবকাশ যাপনে বিলেতে আছেন তিনি- এমনটাই শোনা যায়। তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক যেন মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মাঝে। দিন কয়েক আগেই লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজেকে মেলে ধরেছিলেন নায়িকা। তার রূপ-লাবণ্যের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছিলেন ভক্তরা, তেমনি রাতের বেলায় সানগ্লাস পরায় অনেকে মজার ছলে মন্তব্যও করেছিলেন। এরপরই নিজেকে নতুন রূপে মেলে ধরলেন এই ঢালিউড কুইন। এবার অপু বিশ্বাসকে দেখা গেল লন্ডনের অন্যতম বিখ্যাত ও বিলাসবহুল শপিং মল ‘হ্যারডস’ এর সামনে। সেখান থেকে একগুচ্ছ ছিবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নায়িকা। দেখা যায়, রাতের সোনালী আলোয় ঝলমল...
Developed by BDITHOST