অনলাইন ডেস্ক : অভিনয়জগতে একসঙ্গে কাজ করা দুই জনপ্রিয় মুখ—ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন মিডিয়া জগতের এক সময়ের সহকর্মী রোজিনা। জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেইন টিউমার হওয়ার খবর! সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়ে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।’ তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে।...
Developed by BDITHOST