নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সন্ধ্যা ৬:২৭। ১ জুলাই, ২০২৫।

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ

জুন ১৩, ২০২৫ ১০:১১
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুনঃ  তানোরে-বায়া সড়কে বর্ষার শুরুতেই বিভিন্ন স্থানে বড় বড় গর্ত জীবনের ঝুকি নিয়ে চলাচল

ঈদের একদিন আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে দলটির অবস্থান।

বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদসহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হতে পারে বলে ধারণা তাদের।

আরও পড়ুনঃ  ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে যে-রকম একটি ভূমিকা আমরা দেখব, একই ভাবে সরকারের কাছ থেকেও আমি মনে করি দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটে গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন।’

আরও পড়ুনঃ  পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ : কারিশমা

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘ঐক্যে যদি চিড় ধরে তাহলে আমাদের শত্রুদেশরা এটার সুযোগ নেবে। সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এই যে বৈঠকটা হবে ওনাদের, এক বৈঠকেই সব সমাধান হয়ে যাবে তা তো না। এটাকে একটা শুরু বলা যেতে পারে।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।