নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৬:২৯। ৪ নভেম্বর, ২০২৫।

‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়েছে’

নভেম্বর ৩, ২০২৫ ১১:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। রূপালি পর্দার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব থাকেন।

নিয়মিত বিরতিতে তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন নানা নতুন লুকে। এবার অবকাশ যাপনে লন্ডনে গিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে ক্যামেরাবন্দী হতে

শেয়ার করা ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল সাদা কোর্ট, চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুল। তার মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলো নিজের শেয়ার করে অপু বিশ্বাস একটি চমকপ্রদ ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।’

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের রূপের প্রশংসা করেছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে আপু।’ আরেকজন লিখেছেন, ‘সত্যিই অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।