
অনলাইন ডেস্ক : বাধ্যতামূলক লাইসেন্স সংক্রান্ত শর্ত ভঙ্গ করে ফ্লাইট পরিচালনার অভিযোগে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ২ পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। রোববার (২ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস। মূলত এয়ার ইন্ডিয়ায় সময়সূচী এবং রোস্টারিংয়ের সমস্যা এখনও অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই ৫ মাস আগে এই বিষয়টি নিয়ে তাদের তিরস্কার করেছিল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এরই মধ্যে জানা যায়, গত মাসে মাত্র প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ফ্লাইট চালিয়েছেন দুই পাইলট। আর এর জেরে এয়ারলাইন্সটি একজন কো-পাইলট এবং একজন সিনিয়র ক্যাপ্টেনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বলে সম্প্রতি জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দুই পাইলটের...
Developed by BDITHOST