ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এ শোয়ের আয়োজন করে প্রফেসরস পেট কেয়ার নামের একটি সংগঠন। এতে যেমন খুশি তেমন সাজ, প্রদর্শনী ও র্যাম্প শোতে অংশ নেয় ১৩০টি বিড়াল। আয়োজকরা জানান, দেশি-বিদেশি নানা প্রজাতির বিড়াল নিয়ে এসেছেন বিড়ালপ্রেমীরা।কোকো, মিমি, মুলু, প্রিটি, ব্রাউনি, সিম্বি, জ্যাকসো, জোজো, পরী, মারলি, মিঠি, ইমু, লিও, জলিসহ নানা নামের বিড়াল আয়োজনে অংশ নেয়। এদের মধ্যে ছিল অর্ধশতাধিক বিদেশি জাতের বিড়াল। নগরীর কালিঝুলি এলাকার গৃহবধূ ফারজানা শোতে মিমি নামের একটি বিড়াল নিয়ে আসেন। দেখতে অনেক কিউট বিড়ালটি। ছেলেমেয়েরা পড়াশোনা শেষে মোবাইলে গেম না খেলে বিড়াল নিয়ে খেলাধুলা করে। তার মেয়ে রাইসা তাবাসসুম জানায়, দুই বছর ধরে মিমিকে (বিড়াল) লালনপালন করা হচ্ছে। পড়াশোনা করার সময়ও...
Developed by BDITHOST