
স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় মাদক বহণকালে নাটোর জেলার লালপুর থানা এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামিরা হলেন, জুমাত ঘোষ ওরফে জুলমত (৩২) ও আলমগীর প্রামানিক (৪৫)। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৮ সেপ্টেম্বর) ১৫.৪০ টাায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে কোম্পানী অধিনায়ক, মেজর, আশিকুর রহমান এবং কোম্পানী উপঅধিনায়ক, সহকারি পুলিশ সুপার, মো. নুরল হুদা দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চানাচুর বিক্রির ড্রামে করে বহনকালে শুকনো গাঁজা ৫ কেজিসহ আসামী মো. জুমাত ঘোষ ওরফে জুলমত (৩২) কে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত পাঁচ কেজি গাঁজার মূল মালিক আলমগীর প্রামানিক (৪৫), হায়দার আলী...
Developed by BDITHOST