স্টাফ রিপোর্টার : নাটোরের লালপুরে ফেনসিডিল বহনকালে শাহরিয়ার রহমান শিয়াম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১২টায় লালপুর থানার বেরুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার শাহরিয়ার রহমান শিয়াম হলেন রাজশাহীর বাঘা থানার ভানুকর গ্রামের বাসিন্দা মো. শাকিলুর রহমানের ছেলে।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তিনি শুধু ফেনসিডিল নয়, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে শিয়ামের কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মাদক ব্যবসার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।