
লালপুর প্রতিনিধি: বিকেলে ফুটবল প্রীতি ম্যাচ। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে দুপুর গড়াতেই স্টেডিয়ামের দিকে দলে দলে মানুষ ছুটছে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। খেলা দেখতে দূর—দূরান্ত থেকে আসে হাজার হাজার দর্শক। জমজমাট খেলাটিতে আনন্দে মাতে দর্শক। অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতেই মানুষের এমন উৎসাহ দেখা গেছে। শনিবার নাটোরের লালপুরের শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়াম মাঠে লাভলী ফাউন্ডেশনের আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম গোপালপুর একাদশ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। পূর্ণ সময় ৯০ মিনিটের খেলাটি গোল শূন্য ড্র হয়। দুড়দুড়িয়া থেকে আসা দর্শক আসলাম উদ্দিন বলেন, খেলা দেখার জন্য ১৫ কিলোমিটার দূরে থেকে এসেছেন...
Developed by BDITHOST