
স্পোর্টস ডেস্কঃ ফুটবলে কিছুই জেতার বাকি নেই লিওনেল মেসির। তবে ইন্টার মায়ামিকে প্রথম কোনও ট্রফি জেতাতে পারলে তা হবে ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর ব্যাপার’। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে মায়ামি একেবারে শেষে। তবে গত মাসে সাউথ ফ্লোরিডায় মেসি পা রাখার পর সব বদলে গেছে। এবার তাদের সামনে প্রথম ট্রফি ছোঁয়ার সুযোগ। ছয় ম্যাচে ৯ গোল করে লিগস কাপের ফাইনালে মায়ামিকে তুলেছেন এলএমটেন। শনিবার নাশভিলে এসসির বিপক্ষে ফাইনালে খেলবে মায়ামি। টানা ছয় ম্যাচে সবগুলোতে গোল করা মেসি সাংবাদিকদের বলেন, ‘এটা হবে অবিশ্বাস্য, তাই না? আমার ও এই ক্লাবকে সমর্থন করা প্রত্যেকের জন্য। প্রত্যেকের জন্য যারা এই ক্লাবকে অনেক বদলে দিয়েছে এবং উন্নতিতে অবদান রেখেছে। এটা হবে সত্যিই অসাধারণ।’ মেসি আরও বলেন, ‘আমাদের খারাপ ফল থেকে (শেষ ১০ লিগ ম্যাচে জয়হীন)...
Developed by BDITHOST