নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৬:২৯। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

লিজ নেওয়া জমি থেকে চায়ের দোকানদারকে উচ্ছেদের নোটিশ!

জুলাই ২৫, ২০২৫ ৬:২৯
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ৯৯ বছরের জন্য সরকারি একটি জমি ১৯৯১ সালের ২৯ জানুয়ারীতে লিজ নিয়েছিলেন প্রয়াত শেখ সাহাবুদ্দিন। তিনি, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের দাড়িয়ার মাঠ এলাকার বাসিন্দা। তৎকালীন সরকার লিজের জমি রেজিস্ট্রি করে দেন সাহাবুদ্দিন ও তার স্ত্রী রওশানারা বেগমকে। সাহাবুদ্দিনের ছেলে শেখ কুটি মিয়া লিজ নেওয়া জায়গার উপর ঘর নির্মাণ করে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি, লিজকৃত এই জমি থেকে ঘর না ভাঙলে উচ্ছেদ করা হবে জানিয়ে নোটিশ দিয়েছে ভাঙ্গা উপজেলা ভূমি অফিস। বিজ্ঞ আদালতে মামলা চলমান অবস্থায় উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কুটি মিয়া।
গণমাধ্যম কর্মীদেরকে কুটি মিয়া বলেন- তার বাবা শেখ সাহাবুদ্দিন ও মা রওশানারা বেগমকে তৎকালীন সরকার ১৭ শতাংশ জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। যার দলিল নং-৪০৩/৯১, দাগ নং-৪৩৪২/৯ ও ৪৩৪২/১০, এস এ খতিয়ান নং-০১, বি এস দাগ ৬০৫০, মৌজা-চন্ডীদাসদী। ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ নং-৯৩৫৪১০, বাংলা সন -১৪২৪ পর্যন্ত। তারিখ-১৯/০৫/২০১৮ ইং। আমরা এই জমি তখন থেকেই ভোগ দখলে আছি। এস এ খতিয়ানে জমির মালিক শেখ সাহাবুদ্দিন ও রওশনারা বেগম থাকলেও বি এস খতিয়ানে ভুল বশত তাদের নামের পরিবর্তে সরকারের নাম চলে আসে। আমি বি এস ৭ নাম সংশোধনের জন্য মামলা করেছি। যা চলমান। আমি ভ্যান চালিয়ে যে টাকা আয় করতাম, তাতে আমার সংসার চালাতে কষ্ট হতো। ধারদেনা করে একটি চায়ের দোকান দেই। আর থাকার জন্য একটি টিনের ঘর দেই। সম্প্রতি, আমি লোন করে একটি পাকা ঘর নির্মাণ করি। যখন নির্মাণ কাজ চলছিলো তখন থেকেই একটি মহল আমাকে নানা ভাবে হয়রানি করেছে। গত কয়েকদিন আগে এসি ল্যান্ড অফিস থেকে নোটিশ দিছে ঘর না ভাঙলে আমাকে উচ্ছেদ করে দিবে। মামলা চলমান অবস্থায় কিভাবে আমাকে উচ্ছেদের নোটিশ দেয়। এই জমি সরকার আমাদের দিছে। আমরা এখানে কাজকর্ম করি, এখানেই থাকি। কেন আমরা আমাদের জমি ছেড়ে যাবো? শুধু কি গরীব মানুষের উপরই জুলুম? এই নদীর পাড় দিয়ে আরও অনেক বড় বড় বিল্ডিং আছে, তাদেরও লিজ নেওয়া। তাদের কোন নোটিশ না দিয়ে কেন শুধু আমাকে উচ্ছেদের নোটিশ দিলো?
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, যে জমি থেকে কুটি মিয়াকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ওই জমির উপর একটি অভিযোগ পেয়েছি। তিনি যে জমিতে ছিলেন সেখান থেকে তাকে উচ্ছেদ করা হচ্ছে না। তাছাড়া, তিনি যে পাকা ভবন নির্মাণ করেছেন সে ভবন নির্মাণে তিনি ডিসি স্যারের নিকট থেকে কোন অনুমোদন নেননি। আমি তথ্যাদি পাওয়ার পর ইউএনও স্যারের সাথে আলোচনা করেছি। তারপর তাকে নোটিশ করেছি। তারপরও বিষয়টি ইউএনও স্যারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।