
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী হতে আজ সোমবার দলের মনোনয়নপত্র তুলবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বেলা ১১টায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। এর আগে রোববার দুপুরে গণভবনে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে তিনি রাজশাহীর স্থানীয় নেতাদের জানান, প্রার্থী হতে দলের মনোনয়নপত্র তুলবেন তিনি। দলীয় প্রধান শেখ হাসিনা আবারও তাঁকেই মেয়র প্রার্থী হতে বলেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের এই নেতা ২০০৮ সালে প্রথমবার রাজশাহী সিটির মেয়র হন। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। তবে ২০১৮ সালে বুলবুলকেই হারিয়ে আবার মেয়র নির্বাচিত হন লিটন।...
Developed by BDITHOST