
স্টাফ রিপোর্টার: কর্মসংস্থান সৃষ্টিতে জোর দিয়ে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী ও সদ্য সাবেক মেয়র লিটন এবার তাঁর ইশতেহারে ১০৫টি প্রুতিশ্রুতি দিয়েছেন। এবার মেয়র নির্বাচিত হতে পারলে পাঁচ বছরে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন লিটন। গত পাঁচ বছরে মেয়র হিসেবে রাজশাহীর জন্য কী কী করেছেন তার বিবরণও তিনি তুলে ধরেন এই সংবাদ সম্মেলনে। পরে এবারের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পড়ে শোনান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিটনের ইশতেহারের প্রথমেই রয়েছে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস ও উদ্যোক্তা সৃষ্টি করা; রাজশাহী মহানগরীকে সমগ্র বরেন্দ্র অঞ্চলভিত্তিক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা; শিক্ষা...
Developed by BDITHOST