
অনলাইন ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার সময় লিবীয় উপকূলে ডুবে যাওয়া এই নৌকার সব অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়া উপকূলে রাবারের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪২ অভিবাসনপ্রত্যাশীর সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রে ছয় দিন ভেসে থাকার পর ডুবে যাওয়া ওই নৌকার মাত্র সাত অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আইওএম বলেছে, ‘‘ডুবে যাওয়া নৌকার ৪২ আরোহী এখনও নিখোঁজ রয়েছেন। তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে ২৯ জন সুদান, আটজন সোমালিয়া, তিনজন ক্যামেরুন এবং দু’জন নাইজেরিয়ার নাগরিক।’’ বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত সাত অভিবাসনপ্রত্যাশীর মধ্যে চারজন সুদানের, দু’জন নাইজেরিয়ার এবং...
Developed by BDITHOST