অনলাইন ডেস্ক : গেল ১ সেপ্টেম্বরে সিলেটের মাটিতে বোর্ড মিটিং করেছিল বিসিবি। সেখান থেকে এসেছিল গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত। এর মধ্যে ছিল কোচদের লেভেল থ্রির কোচিং আয়োজনের সিদ্ধান্ত। সবশেষ বাংলাদেশে ১৬ বছর আগে হয়েছিল লেভেল থ্রির কোচিং কোর্স। তবে বিসিবির আয়োজনে এবার হতে যাচ্ছে এই প্রথম।
চলতি মাসের ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হবে লেভেল থ্রির এই কোর্স। যেখানে রাজিন সালেহ, হান্নান সরকার, তালহা জুবায়ের, তুষার ইমরানসহ সবমিলিয়ে ২০ থেকে ২৫ জন কোচ এই কোর্স করবেন। বিসিবির অধীনে ছাড়াও বাইরের কয়েকজন কোচরা থাকবেন এই কোর্সে।
সবশেষ ২০০৯ সালে (লেভেল থ্রি) কোর্স হয়েছিল, তবে সেটি ছিল আইসিসি-এসিসি উদ্যোগে। এবার বিসিবির উদ্যোগে হবে এই লেভেল থ্রি কোর্স। যেখানে অস্ট্রেলিয়ার প্রশিক্ষক অ্যাশলে রস আসবেন এবং এই কোর্স পরিচালনা করবেন।
দেশের সম্ভাবনাময় কোচ যারা আছে, উঁচু পর্যায়ে কোচিং করাতে প্রস্তুত, কিন্তু লেভেল থ্রি করতে পারেননি, তাদের জন্য এই কোর্সের আয়োজন। এটিও খুব হাই-প্রোফাইল প্রোগ্রাম হবে বলে বিশ্বাস সকলের। প্রশিক্ষণে থাকবেন দুই কোচ অ্যাশলে রস ও মার্ক রেনশো। এরপর জেলা ও বিভাগীয় কোচদের মানোন্নয়নে আবারও করানো হবে লেভেল ওয়ান ও লেভেল টু কোর্স।