নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১০:৩৩। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

ল্যাঙ্গুর প্রজাতির বন্য হনুমান হঠাৎ লোকালয়ে, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়

সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৮:৫৩
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: সাধারণত চিড়িয়াখানা কিংবা বনে দেখা যায় হনুমান। কিন্তু হঠাৎ করে বিরল প্রজাতির একটি বন্য হনুমান লোকালয়ে এসে পড়েছে। হনুমানটিকে দেখে অনেকেই কলা-পাউরুটি এগিয়ে দিলে দিব্বি হাত পেতে নিচ্ছে আর মনের সুখে খাচ্ছে। উৎসুক জনতাও ভিড় করে দেখছেন হনুমানের নানান খেমটা।

বন বিভাগের ভাষ্যমতে, হনুমানটি ল্যাঙ্গুর প্রজাতির। ইংরেজিতে একে বলা হয় হনুমান ল্যাঙ্গুর বা গ্রে ল্যাঙ্গুর। এই প্রজাতির হনুমান বাদর জাতীয় প্রাইমেট হলেও সাধারণ বানরের চেয়ে আলাদা। শরীর লম্বাটে, হাত-পা লম্বা হয়ে থাকে। মুখ কালো এবং ধূসর-সাদা রঙের হয়। বনাঞ্চলে বা গ্রামাঞ্চলে প্রায় দেখা যায় এই প্রজাতির হনুমান। দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এরা কখনো কখনো খাদ্য বা নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের বসতিতে চলে আসে।

আরও পড়ুনঃ  রাকসু-চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুক্রবার দুপুর থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রাচীরের উপরে ঘুরতে দেখা যায় বিরল প্রজাতির এই হনুমানটিকে। হনুমানটির ছুটাছুটি ও লাফালাফি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। মুহূর্তেই স্থানীয়রা ভিড় জমান হনুমানটিকে এক নজর দেখতে।

কৌতুহলী কয়েকজন হাতে থাকা স্মার্টফোনে হনুমানটির ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। মজা পেয়ে কেউ কেউ হাসি-ঠাট্টায় মেতে ওঠেন। তবে প্রাচীরের উপরে হনুমানটির লাফালাফি দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্কও দেখা দেয়। বিশেষ করে শিশুসহ নারী-পুরুষদের মধ্যে ভীতির সঞ্চার হয়। বন্য হনুমানটি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কেউ কেউ।

আরও পড়ুনঃ  ছবিগুলো কার তোলা জানি না : কুসুম শিকদার

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন, “এলাকায় এমন প্রজাতির হনুমান আগে দেখা যায়নি। হঠাৎ প্রাচীরের উপরে হনুমানের এমন ছুটাছুটি দেখে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমান। তবে বন্য হনুমানটির কামড় বা আঁচড় দিতে পারে এমন শঙ্কাও রয়েছে তাদের মধ্যে।”

দুর্গাপুর পৌরসভার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে প্রাণীসম্পদ বিভাগ বা বন বিভাগকে অবহিত করে হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুনঃ  ‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল

স্থানীয়দের দাবি, দ্রুত হনুমানটিকে উদ্ধারে ব্যবস্থা নেয়া না হলে বানরের কামড় বা আঁচড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

উপজেলার বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মাহবুবুর রহমান বলেন, “এ ধরনের বিরল প্রজাতির লাংগুর হনুমান খাবারের সন্ধানে অনেক সময় লোকালয়ে ঢুকে পড়ে। সাধারণত কলা বা খাদ্যপণ্যবাহী গাড়ির সঙ্গে লোকালয়ে চলে আসে। কেউ বিরক্ত না করলে হনুমানটি আবার তার স্বাভাবিক স্থানে ফিরে যাবে। মানুষজন বিরক্ত না করলে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান এই বন বিভাগের কর্মকর্তা।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।