
অনলাইন ডেস্ক : সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল (শনিবার) মাঠে নামছে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে উভয় দল একটি করে জয় তুলে নিয়েছে। ফলে শেষ ম্যাচটি হতে যাচ্ছে অলিখিত ফাইনাল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তার আগেরদিন (আজ) ম্যাচ ভেন্যুতে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অলরাউন্ডার ফাহিমা খাতুন। এ সময় তিনি জানিয়েছেন একটি দল হয়ে খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে। ফাহিমা বলছিলেন, ‘আমি সবসময় বলেছি, আমরা যদি দল হিসেবে খেলতে পারি আমাদের কাছে যেকোনো দলই পরাস্ত হবে। গত ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে দল হিসেবে পারফর্ম করতে পেরেছি আমরা। দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা রাখতে চেষ্টা করেছিলাম।’ দলের ব্যাটাররা...
Developed by BDITHOST