নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:২৭। ১১ নভেম্বর, ২০২৫।

শনিবার শুরু হচ্ছে ৭ দিনের বিভাগীয় বইমেলা

সেপ্টেম্বর ৭, ২০২৩ ৪:০১
Link Copied!

তথ্যবিবরণী : আগামী শনিবার (০৯ সেপ্টেম্বর) বিভাগীয় বইমেলা-২০২৩ শুরু হবে। ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলা চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে রাজশাহী কলেজ মাঠে মেলাটি অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল সাড়ে দশটায় মেলাটি উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

মেলাটি প্রতিদিন সকাল এগারোটায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। ০৯ থেকে ১৪ সেপ্টেম্বর বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা ।

১৫ সেপ্টেম্বর বিকাল তিনটায় মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে থেকে সেরা তিনটি স্টলকে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট এবং সনদ প্রদান করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।