
স্টাফ রিপোর্টার : বদলে দেয়ার কারিগর রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শপথ নিয়েছেন। এসময় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে সততা ও নিষ্ঠার সঙ্গে অদর্শ দেশ প্রেমিক হয়ে দায়িত্ব পালনের শপথ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে রাসিক মেয়রকে শপথ পাঠ করান। পরে রাজশাহী সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডেও ৩০ জন নবনির্বাচিত কাউন্সিলর এবং ১০ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন। গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লক্ষ ৬০...
Developed by BDITHOST