নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ২:২৮। ২১ মে, ২০২৫।

শর্ত সাপেক্ষে নতুন ৩ বিদেশি ক্রিকেটারকে দলে নিলো মুম্বাই

মে ২০, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : আইপিএলের চলমান অষ্টাদশ আসরের প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। অবশিষ্ট একটি জায়গা পূরণের দৌড়ে টিকে আছে দুই দল। উভয়ের সামনে রয়েছে দুটি ম্যাচ। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের সেই আশা ভালোভাবেই বেঁচে আছে। এর আগে তারা নতুন করে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। অবশ্য তাদের শর্ত সাপেক্ষে নেওয়া হয়েছে পুরোনো তিনজনের বদলি হিসেবে।

এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। নতুন করে হার্দিক পান্ডিয়ার দলে যুক্ত হচ্ছেন জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লিসন ও চারিথ আসালাঙ্কা। তবে মজার বিষয় হচ্ছে– যদি মুম্বাই প্লে-অফে উঠে এরপরই এই তিন ক্রিকেটাের তাদের জার্সি গায়ে জড়াবেন। অন্যথায় নয়। এখন প্রশ্ন উঠতে পারে প্লে-অফ নিশ্চিতের আগে কেন তিন ক্রিকেটারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো মুম্বাই।

আরও পড়ুনঃ  দলের সঙ্গে যোগ দিয়ে যা বললেন সাকিব

আইপিএলের লিগপর্বে মুম্বাইয়ের বাকি দুই ম্যাচ শেষেই ভারত ছাড়বেন উইল জ্যাকস, রায়ান রিকেলটন ও করবিন বশ। দল প্লে-অফে উঠলে তাদের স্থলাভিষিক্ত হবেন বেয়ারস্টো, গ্লিসন ও আসালাঙ্কা। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার রিকেলটন ও পেস অলরাউন্ডার বশ রয়েছেন তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে। আগামী ১১ জুন থেকে লর্ডসে টেস্টের এই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আর ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ভারত ছাড়বেন তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের আসন্ন সাদা বলের সিরিজের কারণে।

এর আগে আইপিএলের মেগা নিলামে বাদ পড়াদের তালিকায় শুরুর দিকে ছিল বেয়ারস্টোর নামটি। ইংলিশ এই তারকার দল না পাওয়া ছিল অনেকটা চমকের মতো। টি-টোয়েন্টিতে বেয়ারস্টোর ৫০০০–এর বেশি রান এবং তার স্বদেশি সতীর্থ গ্লিসনের ১০০টি উইকেট শিকারের নজির রয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কার রঙিন পোশাকের অধিনায়ক আসালাঙ্কা ২৭০০–এর বেশি রান করেছেন টি-টোয়েন্টিতে। একইসঙ্গে কার্যকরী হতে পারেন পার্টটাইম স্পিনেও।

আরও পড়ুনঃ  ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি রাশিয়ার

বেয়ারস্টোর সঙ্গে মুম্বাইয়ের চুক্তি হয়েছে ৫.২৫ কোটি রুপি পারিশ্রমিকে। এ ছাড়া পেসার গ্লিসনের ১ কোটি রুপি এবং আসালাঙ্কার পারিশ্রমিক হিসেবে ৭৫ লাখ রুপি ধরা হয়েছে। এই তিনজন যাদের স্থলাভিষিক্ত হলেন, এর মধ্যে রিকেলটন এখন পর্যন্ত মুম্বাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক, ১২ ইনিংসে ১৫৩.৪২ স্ট্রাইকরেট ও ৩০.৫৪ গড়ে করেছেন ৩৩৬ রান। এ ছাড়া উইল জ্যাকস ১৯৫ উইকেটের পাশাপাশি ৫ ‍উইকেট এবং করবিন বশ ৩ ম্যাচে ৪৭ রান ও এক উইকেট নিয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ‘জনগণের কথা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

আইপিএলের প্লে-অফে ওঠার জন্য সমীকরণ মেলাতে হবে মুম্বাই ও দিল্লি ক্যাপিটালসকে। সমান ১২ ম্যাচে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ১৪ এবং দিল্লি পয়েন্ট ১৩। পরের ম্যাচেই এই দুই দল মুখোমুখি হবে। মুম্বাই জিতলে প্লে-অফ সেখানেই নিশ্চিত। দিল্লি ক্যাপিটালসের বিদায় হয়ে যাবে। আর দিল্লি যদি মুম্বাইকে হারিয়ে দেয়, জমে উঠবে প্লে-অফ। দিল্লির রয়েছে ১৩ পয়েন্টে। মুম্বাই ও পাঞ্জাবকে হারালে তারা ১৭ পয়েন্টে পৌঁছাতে পারবে। সুতরাং, মুম্বাইকে হারালেও তাদের অপেক্ষা করতে হবে। পাঞ্জাবও যদি মুম্বাইকে হারায় তবেই প্লে-অফে যেতে পারবে দিল্লি। কিন্তু মুম্বাই যদি দিল্লিকে হারায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।