
অনলাইন ডেস্ক : তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা সারা দেশের বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতিও পালন করছেন। রোববার (৯ নভেম্বর) শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শত শত শিক্ষক এলাকাভিত্তিক দলবদ্ধ হয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা তিন দফা দাবির দ্রুত বাস্তবায়ন এবং শনিবার শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বিনা উসকানিতে শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে। এর দায় সরকার এড়াতে পারে না। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহবাগে শিক্ষকদের মিছিলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে...
Developed by BDITHOST