অনলাইন ডেস্ক : গাজাগামী ত্রাণ বহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক হওয়া বাংলাদেশি ফটোগ্রাফার শহীদুল আলম ও ডজনখানেক আন্তর্জাতিক কর্মীকে ইসরায়েলের নেগেভ মরুভূমির কেটসিয়ত কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দৃক এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। দৃক একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো এজেন্সি ও মিডিয়া প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম। ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এবং ‘আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মিনরিটি রাইটস ইন ইসরায়েল’ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দৃক জানিয়েছে, ফ্লোটিলার সকল সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবাধিকার কর্মী ও ক্রু সদস্যদের জোরপূর্বক ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে মরুভূমির ওই কারাগারে স্থানান্তর করা হয়। দৃকের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা আদালাহ’র আইনজীবীদের জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী কর্তৃক জাহাজ জব্দের পর থেকে তারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। বিবৃতিতে আরও...
Developed by BDITHOST