স্টাফ রিপোর্টার: জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান জন্মশতবর্ষ স্মারক 'তুমি ধ্রুবতারা হয়ে আছো' গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিকুঞ্জ, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ মখদুম কলেজ মাঠে এই প্রকাশনা উৎসবে আনুষ্ঠানিকভাবে কবিকুঞ্জ প্রকাশিত স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে 'তুমি ধ্রুবতারা হয়ে আছো' গ্রন্থের স্মারক তুলে দেন কবিকুঞ্জের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, শহীদ এএইচএম কামারুজ্জামান জমিদার ও ধ্বনী পরিবারের সন্তান ছিলেন। তিনি নিজেকে সাধারণের কাতারে নামিয়ে সাধারণ মানুষের মাঝে মিশে গিয়েছিলেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর তাঁকে হত্যার পর তাঁর দুইটি ব্যাংক একাউন্টে মাত্র ৭ হাজার ২৫০ টাকা পাওয়া গিয়েছিল। অথচ তিনি চাইলে...
Developed by BDITHOST