নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১০:৩৩। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে চালু হলো দৃষ্টিনন্দন ড্যান্সিং ফোয়ারা

জানুয়ারি ২৮, ২০২৪ ৯:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের অভ্যন্তরে অরণ্য রিসোর্ট এর সামনের পুকুরে চালু হয়েছে দৃষ্টিনন্দন ড্যান্সিং ফোয়ারা। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ড্যান্সিং ফোয়ারা এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষক প্রভাস কুমারকে অব্যাহতি

উল্লেখ্য, দর্শনার্থীদের বিনোদনের জন্য কেন্দ্রীয় উদ্যান চালু থাকাকালীন সুদৃশ্য ও মনোমুগ্ধকর এই ড্যান্সিং ফোয়ারা চালু থাকবে। লাইটিং থাকায় সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন রঙ পরিবর্তন হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

ড্যান্সিং ফোয়ারা উদ্বোধনকালে এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।