নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। ভোর ৫:০৭। ১৪ জুলাই, ২০২৫।

শহীদ মিনারুলের রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

জুলাই ১২, ২০২৫ ১০:১৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জুলাই- আগষ্ট, ২৪ গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার বাদ আসর নগরীর গুড়িপাড়া এলাকায় শহীদ মিনারুলের বাসাসংলগ্ন গোলজারবাগ স্কুলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদউদ্দিন আক্তারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সালাহউদ্দীন বাদল এর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মহানগরীর নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।

আরও পড়ুনঃ  রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, মহানগরী জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক কামারুজ্জামান সোহেল।

আরও পড়ুনঃ  চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই চিরুনি অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা

দোয়া মাহফিল থেকে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় তিনি শহীদ মিনারুল এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর উদাত্ত আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।