স্টাফ রিপোর্টার : ১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর নবনির্বাচিত প্রতিনিধিরা। সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে তারা শ্রদ্ধার সঙ্গে কবর জিয়ারত করেন। এ সময় তারা শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ধারাবাহিকভাবে তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান এবং ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে রাজশাহী থেকে শহীদ হওয়া সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানের কবরেও শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে। কবর জিয়ারতের সময় রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা জানি শহীদ শামসুজ্জোহা কীভাবে শিক্ষার্থীদের...
Developed by BDITHOST