অনলাইন ডেস্ক : পাকিস্তান টেলিভিশন শিল্পে অনেক নাটক রয়েছে যা সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই সুবাদে সে দেশের অভিনেতা-অভিনেত্রীরা বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে।
এর মাঝে অন্যতম জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। নিজের অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মাঝে ধরা দিয়ে থাকেন।
সম্প্রতি বাংলাদেশি মেয়েদের সাজে ধরা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে শাড়িতে দেখা গেছে ইয়ুমনাকে। খোলা চুল, মিষ্টি হাসি আর চোখের চাহনি যেন নিটিজেনদের নজর কেড়েছে।
ছবি শেয়ার করে এ অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতার প্রকৃত স্বরূপে এক জাগরণ, মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ।’ এদিকে মন্তব্যের ঘরে ইয়ুমনা জায়েদিকে নেটিজেনরা বাংলাদেশি মেয়েদের সঙ্গে তুলনা করেছেন।
আনিকা নামে এক নেটিজেন লিখেছেন, ‘সে (ইয়ুমনা) দেখতে বাংলাদেশি মেয়েদের মতো লাগছে।’ তারিন নামে আরেকজন বলেন, ‘তোমাকে এই শাড়িতে একেবারে বাংলাদেশি মেয়েদের মতো লাগছে, মাশা-আল্লাহ। বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা রইলো।’
আরেকজনের কথায়, ‘কেউ এত সুন্দর কীভাবে হতে পারে! মাশা-আল্লাহ। আর এই শাড়িটা একেবারে বাংলাদেশি ঘরানার।’
প্রসঙ্গত, ইয়ুমনা জায়েদির অভিনয়ের সূচনা হয় ২০১২ সালে ‘থাকান’ নাটকের মাধ্যমে। এরপর তিনি ‘রিশতে কিছু আধূরায় সে’, ‘ডর সি যায়তি হ্যায় সিলা’, ‘পেয়ার কে সাদকে’, ‘ইনকার’, ‘দিল না উম্মীদ তো নাহি’ সহ একাধিক প্রশংসিত নাটকে অভিনয় করেন। সর্বশেষ তিনি ‘তেরে বিন’ নাটকে “মীরাব” চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।