
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই নভেম্বর) বিকাল ৫ টার সময় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আবুল হাসান জহির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র দখল নিয়ে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর এদেশের আপামর জনসাধারণ দেশ রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টমেন্টে আটকে রেখেছিলেন। ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে ফিরিয়ে আনেন। সেই থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম হয়েছে। আজকের দিনটিকে দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আওয়ামী লীগ সরকার বাকশালি কায়দায়...
Developed by BDITHOST