
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম কর্তৃক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। যশোর-বেনাপোল মহাসড়কটি দেশের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক পথ হওয়ায় এসময় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং ক্লাসে ফিরে যায়। শিক্ষার্থীরা জানান, আগামী ৫ নভেম্বরের...
Developed by BDITHOST