মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে বিদায়ের সুর। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর পূজা ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজা।
নিরাপত্তার কথা বিবেচনায় রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছে।
হিন্দু শাস্ত্রমতে, মহানবমীতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেন। এদিন নীলকণ্ঠ ফুল, অপরাজিতা, শাপলা, শালুক, বলিদান, যজ্ঞ এবং ১০৮টি বেলপাতার মাধ্যমে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয়।
আজ সকালে বেনাপোল পাটবাড়ী মন্দিরে বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হবে। মন্দিরের পুরোহিত বরুণ চক্রবর্তী জানিয়েছেন, বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে শাস্ত্রীয়ভাবে দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। দশমী পূজায় দেবীর হাতে জরা, পান, শাপলা ও ডালা দিয়ে আরাধনা করা হয়।
যশোরের শার্শা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কুমার দাস জানিয়েছেন, আজ প্রতিমা বিসর্জনের আগে উপজেলায় মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হবে, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ এলাকায় নদী ও পুকুরে গিয়ে শেষ হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলাও বেনাপোল পৌরসভা সহ ২৯ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব আয়োজনের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের একটি ‘কন্ট্রোল রুম’ নম্বর খোলা ছিল। এছাড়া ফায়ার সার্ভিস সহ সকল প্রয়োজনীয় নম্বর সমূহ একত্রিত করে সকল পূজা মন্ডপে দেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ,আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল।
এ উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। গতকালও ছিল সাধারণ ছুটি, ফলে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করছেন।