
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন ৮৫ যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। সোমবার বিকেলে তিনি ইউনিয়নের বালুন্ডা বাজারে গণসংযোগ করেন এবং পরে বালুন্ডা হাইস্কুল মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,“বিএনপি কখনো অপকর্মের রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে ও অন্যায়ের রাজনীতি করেছে, আমরা তাদের ধারায় চলি না। বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে।” বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেনের...
Developed by BDITHOST