অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। যেখানে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ইব্রাহিম জাদরান। এমন পারফরম্যান্সে সিরিজ সেরা হয়েছেন তিনি। তবে এবার জরিমানা গুনতে হচ্ছে আফগানিস্তানের এই ব্যাটারকে। শেষ দুই ওয়ানডেতে পর পর দুটি ৯৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেঞ্চুরি কাছ গিয়েছে হাতছাড়া করাটা তার জন্য দুভাগ্যেরই ছিল। এবার তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। বাংলাদেশে বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য এই শাস্তি দেয়া হয়েছে তাকে। শেষ ম্যাচে আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারের ঘটনা। ৯৫ রান করে আউট হওয়ার পর ইব্রাহিম ড্রেসিংরুমের কাছাকাছি একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন। যা লাইভ টেলিকাস্টে স্পষ্ট দেখা যায়। এই বিষয়টি ম্যাচের আম্পায়ার ও ম্যাচ রেফারির নজর এড়ায়নি। এমন...
Developed by BDITHOST