
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নগরীর শাহমখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহুর ‘অবৈধ’ সম্পদের খোঁজে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় শাহুর কার্যালয় ও বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র দেখেছেন। এ সময় দুদক কর্মকর্তারা শাহুকে তাঁর কার্যালয়ে জিজ্ঞাসাবাদও করেন। দুদক গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তাঁর বাড়ির আয়তন পরিমাপ করেন। এই বাড়ির নির্মাণ ব্যয় শাহুর আয়কর রিটার্নে দেওয়া হিসাবের সঙ্গে মিলছে কি না তা দেখা হবে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী বিভাগের উপপরিচালক আমিনুল ইসলাম। রাসিকের সদ্য সমাপ্ত নির্বাচনে প্রার্থীরা যে হলফনামা দাখিল করেন তাতে সবচেয়ে বেশি সম্পদ দেখা যায় শাহুর। তিনি জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। হলফনামায়...
Developed by BDITHOST