স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় চত্বরে সর্বস্তরের শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ, ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। উক্ত সভায় পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে সভাপতিত্ব করেন, বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নুহুল আমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর আলম ও আশরাফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজশাহী জেলা বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মোঃ সিরাজুল হক। তিনি বলেন, “শিক্ষক সমাজ বছরের...
Developed by BDITHOST