
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি বরাবর দেওয়া এক স্মারকলিপিতে রাকসুর নবনির্বাচিত নেতারা এ দাবি জানান। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, অধ্যাপক আ-আল মামুন সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রাকসু নির্বাচনে হল সংসদে বিজয়ী নারী প্রতিনিধিদের ব্যক্তিগত পোশাক, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপ্রবণ মন্তব্য করেছেন। এছাড়া পূর্বের বেশ কয়েকটি পোস্টেও তিনি ‘বোরকা’, ‘কাঠমোল্লা’, ‘মদ’, ‘সেক্সুয়াল রেভল্যুশন’ ইত্যাদি শব্দ ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে আরও বলা হয়েছে, এক পোস্টে তিনি টু-কোয়াটার প্যান ও হাতে মদের বোতল নিয়ে ক্লাসে আসার ঘোষণা দেন এবং এক...
Developed by BDITHOST